/anm-bengali/media/media_files/2025/08/10/uttarakhand-aaa-2025-08-10-09-25-44.jpg)
নিজস্ব সংবাদদাতা:উত্তরাখণ্ডের উত্তরকশী জেলার ধরালি গ্রামে প্রবল বন্যার পর সরকারি পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হলেও তা গ্রামবাসীর কাছে ‘অপর্যাপ্ত’ বলে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। সম্প্রতি বন্যার কারণে গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে, যা তুলনায় এই অর্থ খুবই নগণ্য মনে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ধরালি ও হরশিল অঞ্চলের প্রভাবিত পরিবারদের মধ্যে এই চেক বিতরণ করা হয় প্রাথমিক ত্রাণ হিসেবে, কিন্তু স্থানীয়রা তা ন্যূনতম সাহায্য হিসেবে গ্রহণ করতে পারেননি। অনেকেই সরব হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, অভিযোগ করেছেন যে তাঁদের ক্ষতির মাত্রাকে কম দেখানো হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/06/uttarakhand-2025-08-06-07-45-51.jpg)
উত্তরকশী জেলার ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য অবশ্য জানান, এই পাঁচ হাজার টাকা একটি অস্থায়ী ব্যবস্থা মাত্র। ক্ষতির সম্পূর্ণ হিসেব নিকেশ করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করার পর যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে জেলা প্রশাসনের এই আশ্বাস সত্ত্বেও ক্ষতিগ্রস্তদের রোষ কমেনি। তাঁরা দাবী করছেন দ্রুত আরও বড় আর্থিক সাহায্য দেওয়া উচিত, কারণ এই ত্রাণ তাদের ব্যাপক ক্ষতির তুলনায় একেবারেই নগণ্য। এই বিতর্কে এখন প্রশ্ন উঠেছে, সরকার কীভাবে এই দুর্যোগ মোকাবিলায় সঠিক পর্যায়ে এগোতে পারবে?
এই ঘটনার সঙ্গে ভক্ত ও সচেতন নাগরিকদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে, কারণ অনেকের কাছে মনে হচ্ছে ক্ষতিপূরণের অস্বচ্ছতা ও ধীরগতি তাদের দুর্দশাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us