নিজস্ব সংবাদদাতা: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, রাজ্যে এসটি (তফসিলি জনজাতি) মর্যাদা নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেটিই একমাত্র বৈজ্ঞানিক সমাধান। তিনি বলেন, যদি কংগ্রেসের কাছে এর কোনও বিকল্প প্রস্তাব থাকে, তারা তা জমা দিতে পারে। সেই প্রস্তাব ভালো হলে সরকার তা আলোচনা করে গ্রহণ করতেও প্রস্তুত। মুখ্যমন্ত্রীর দাবি, আদিবাসী সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে তাদের মতামত রেখেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সংগঠন যা বলেনি, তা রিপোর্টে যোগ করা হয়নি। তাই এই রিপোর্ট নিয়ে প্রতিবাদ কেন হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রিপোর্টটি মন দিয়ে পড়লে তাতে কোনও বিতর্কিত বিষয় নেই বলেই স্পষ্ট হবে। তিনি আরও বলেন, কংগ্রেস যদি গঠনমূলক কোনও প্রস্তাব দেয়, রাজ্য সরকার তা গ্রহণ করতে পিছপা হবে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/L3038ExYgST4XnEihS2o.jpg)
Guwahati | Assam CM Himanta Biswa Sarma says, "We have given the report on ST status that is the only scientific solution. If Congress has an alternative proposal, then they can submit it, and we will discuss it. We discussed with the Tribal Sangha, and we included what they said… pic.twitter.com/M4WnKST5yd
— ANI (@ANI) November 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us