বৈজ্ঞানিক সমাধান না রাজনীতি? এসটি রিপোর্ট ঘিরে নতুন বিতর্ক

এসটি মর্যাদা নিয়ে দেওয়া রিপোর্টই একমাত্র বৈজ্ঞানিক সমাধান বলে দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান।

author-image
Tamalika Chakraborty
New Update
himant

নিজস্ব সংবাদদাতা:  আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, রাজ্যে এসটি (তফসিলি জনজাতি) মর্যাদা নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেটিই একমাত্র বৈজ্ঞানিক সমাধান। তিনি বলেন, যদি  কংগ্রেসের কাছে এর কোনও বিকল্প প্রস্তাব থাকে, তারা তা জমা দিতে পারে। সেই প্রস্তাব ভালো হলে সরকার তা আলোচনা করে গ্রহণ করতেও প্রস্তুত। মুখ্যমন্ত্রীর দাবি, আদিবাসী সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে তাদের মতামত রেখেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সংগঠন যা বলেনি, তা রিপোর্টে যোগ করা হয়নি। তাই এই রিপোর্ট নিয়ে প্রতিবাদ কেন হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রিপোর্টটি মন দিয়ে পড়লে তাতে কোনও বিতর্কিত বিষয় নেই বলেই স্পষ্ট হবে। তিনি আরও বলেন, কংগ্রেস যদি গঠনমূলক কোনও প্রস্তাব দেয়, রাজ্য সরকার তা গ্রহণ করতে পিছপা হবে না।

himanta biswa sharmaqw2.jpg