/anm-bengali/media/media_files/2025/08/03/missing-man-2025-08-03-21-18-47.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বই থেকে কলকাতা অভিমুখী ইন্ডিগোর একটি বিমানে আতঙ্কে কাঁপতে শুরু করেছিলেন লথিগ্রামের বাসিন্দা হুসেন আহমেদ মজুমদার। সহযাত্রীদের একাংশ বলছে, আচমকা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি, আর তখনই এক সহযাত্রী তাঁকে থাপ্পড় মারেন শান্ত করার চেষ্টা করতে গিয়ে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে হুসেন নিখোঁজ হয়ে যান। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। পরিবারের চিন্তা তখন চরমে — কোথায় গেলেন হুসেন? কেউ কিডন্যাপ করল? নাকি তিনি আরও কোনও মানসিক বিপর্যয়ের শিকার?
/filters:format(webp)/anm-bengali/media/media_files/pAiO5UQ0oWDuZGvBCrZs.jpg)
অবশেষে রবিবার বিকেল ৪টা নাগাদ কিছুটা স্বস্তির খবর মেলে। জানা যায়, অসমের বরপেটা রোড রেলওয়ে স্টেশনে হুসেনকে দেখতে পান কয়েকজন পথচারী। পরে তাঁর বাড়ির লোকজন খবর পান এবং নিশ্চিত হন, এটাই নিখোঁজ হুসেন। জানা গিয়েছে, কলকাতা থেকে নির্ধারিত দ্বিতীয় ফ্লাইটে না উঠে তিনি ট্রেনে চেপে অসমে ফিরে যান।
রবিবার ভোর ৭টা নাগাদ নিজের বাড়িতে ফিরেছেন হুসেন। তবে তাঁর মানসিক পরিস্থিতি নিয়ে পরিবার এখনও উদ্বিগ্ন। কী কারণে তিনি এমন আতঙ্কে ভুগেছিলেন? সহযাত্রীর থাপ্পড় কি পরিস্থিতি আরও খারাপ করে দেয়? এসব প্রশ্ন এখন ঘুরছে হুসেনের পরিবার এবং পরিচিত মহলের মনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us