“৪২ বছরের কমিশন নয়, আজ দরকার উন্নয়ন”—অসম বিধানসভায় বিস্ফোরক মন্তব্য বোরুয়ার

অসম বিধানসভায় কংগ্রেস বিধায়ক ভাস্কর জ্যোতি বোরুয়া অভিযোগ তুললেন, ৪২ বছরের টিওয়ারি কমিশন নিয়ে অকারণ আলোচনা হলেও বেকারত্ব, জুবিন গার্গের মৃত্যু, রাস্তার উন্নয়ন ও জলসংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি অবহেলিত।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা:  অসম বিধানসভার শীতকালীন অধিবেশন ঘিরে তর্ক-বিতর্ক তুঙ্গে। কংগ্রেস বিধায়ক ভাস্কর জ্যোতি বোরুয়া জানালেন, ৪২ বছর আগের টিওয়ারি কমিশনকে নিয়ে অতিরিক্ত আলোচনা করা হলেও, আজকের জরুরি সমস্যাগুলি উপেক্ষিতই রয়ে যাচ্ছে। তাঁর মতে, রাজ্যে বেকারত্ব ভয়াবহভাবে বেড়ে চলেছে, রাস্তাঘাটের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন, প্রায় ৭ শতাংশ এলাকায় তীব্র পানীয়জলের সংকট—এসব ইস্যু নিয়েই আজ সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত ছিল। বোরুয়া আরও বলেন, জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়েও যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়নি।

assam mla

বিধায়কের মন্তব্যে পরিষ্কার, রাজ্যের বাস্তব সমস্যাগুলিকে সামনে আনার লক্ষ্যে তিনি সরকারের উপর চাপ বাড়াতে চাইছেন। তাঁর বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারকে প্রশ্ন ছুড়ে তিনি জানান, মানুষের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি ইস্যুর দ্রুত সমাধান প্রয়োজন। অসমের সাধারণ মানুষও চাইছেন, রাজনৈতিক চাপানউতর নয়, বরং বাস্তব উন্নয়ন—অবকাঠামো, কর্মসংস্থান, জলসংকট—এই সব সমস্যার দ্রুত সমাধান।