৫ আসনে আমি লড়ি, বিজেপি জেতে ২৪০ আসনে! দায় কাদের? বিরোধীদের তীব্র খোঁচা ওয়াইসির

আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির ধারাবাহিক জয়ের জন্য বিরোধীদের তীব্র কটাক্ষ করেন।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা: অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি রবিবার বিস্ফোরক মন্তব্য করে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ধারাবাহিক জয় কোনও কৌশল নয়, বরং এটি ‘হিন্দু ভোট একত্রিত করার ফল’। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলিকে আক্রমণ করে বলেন, "আজ বিজেপি ক্ষমতায় আসছে কারণ বিরোধীরা পুরোপুরি ‘নাকাম’ (ব্যর্থ)।"

ওয়াইসিকে প্রশ্ন করা হয়েছিল, AIMIM কি বিজেপির 'বি-টিম'? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার দলের বিরুদ্ধে এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে আসা নিছক বিদ্বেষ। মুসলিম নেতৃত্ব দেখলেই সবার গায়ে জ্বালা শুরু হয়।”

তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় আসছে কারণ তারা প্রায় ৫০ শতাংশ হিন্দু ভোট একত্রিত করতে পেরেছে। আমি যদি হায়দরাবাদ, ঔরঙ্গাবাদ, কিশনগঞ্জ ও কয়েকটি আসনে লড়াই করি, আর বিজেপি ২৪০টি আসনে জয় পায়, তাহলে দোষটা আমার কীভাবে হয় বলুন তো?”

Asaduddin Owaisi

ওয়াইসি কটাক্ষ করে বলেন, “বিরোধীরা মুসলিম ভোট ব্যাংক মনে করে, কিন্তু তাদের সমস্যাগুলো নিয়ে মাথা ঘামায় না। মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব থাকলে সেটা কারও সহ্য হয় না, অথচ সমাজের অন্য সব সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধি থাকলে সেটা স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়।”

তিনি স্পষ্ট জানান, “আমি শুধু কংগ্রেস নয়, বিজেপি, বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি সহ সব দলকেই বলছি, তারা মুসলমানদের কেবল ভোট দেওয়ার যন্ত্র ভেবেছে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার স্বীকার করে না।” ওয়াইসির এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের ঝড় তুলেছে। বিরোধীরা এখন কী জবাব দেয়, তা দেখার বিষয়।