ইন্ডিয়ান পাসপোর্ট ‘অবৈধ’ বলল চীন! শাংহাইয়ে অরুণাচল কন্যাকে ঘিরে কূটনৈতিক বিতর্ক

শাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজম থোংডকের ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে অপমানের অভিযোগ। চীনা ইমিগ্রেশনের কটাক্ষ, ১৮ ঘণ্টার দুঃস্বপ্নের পর ভারতীয় দূতাবাসের সাহায্যে মুক্তি।

author-image
Tamalika Chakraborty
New Update
arunachal girl


নিজস্ব সংবাদদাতা:  অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজম থোংডকের গুরুতর অভিযোগে আন্তর্জাতিক স্তরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর দাবি, শাংহাই পুডং বিমানবন্দরের চীনা ইমিগ্রেশনে তাঁকে আলাদা করে ডেকে নেওয়া হয় এবং তাঁর ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয়। বলা হয়, “অরুণাচল ইন্ডিয়া নয়, চীনের অংশ। তুমি ভারতীয় নও, তুমি চীনা নাগরিক। চীনা পাসপোর্ট নাও।”

প্রেমা জানান, তিনি লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন, শাংহাইয়ে ট্রানজিট ছিল মাত্র। কিন্তু ইমিগ্রেশন তাকে লাইনের মধ্য থেকে টেনে নিয়ে চরম অপমান করে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কর্মীরাও তাঁকে ঘিরে হাসাহাসি করেন। পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা যোগাযোগ করতে দেননি।

shanghai

এ অবস্থায় তিনি মরিয়া হয়ে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেন। খুব দ্রুত ভারতীয় কূটনীতিকেরা বিমানবন্দরে পৌঁছে তাঁকে খাবার দেন, সমস্যার সমাধান করেন এবং ১৮ ঘণ্টার দুঃস্বপ্নের পর তাঁকে শাংহাই ছাড়তে সাহায্য করেন।

এই ঘটনার জেরে অরুণাচল–চীন বিতর্ক ফের সামনে উঠে এসেছে। ভারতের তরফে কড়া প্রতিবাদের সম্ভাবনা জোরদার হয়েছে।