/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)
নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক মহলে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিস্ফোরক বক্তব্যকে ঘিরে। একটি কংগ্রেস আইনজীবী সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল দাবি করেন, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি নাকি তাঁকে কৃষি আইন নিয়ে আন্দোলন থামানোর জন্য হুমকি দিয়েছিলেন।
রাহুল বলেন, “যখন আমি কৃষি আইনের বিরুদ্ধে লড়ছি, তখন অরুণ জেটলি আমার কাছে আসেন। তিনি বলেন— ‘সরকারের বিরুদ্ধে গেলে, কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করলে তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবো।’ আমি তখন তাঁকে বলেছিলাম— ‘আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। আমরা কংগ্রেসের লোক, আমরা ভয় পাই না। ব্রিটিশরা পর্যন্ত আমাদের ভাঙতে পারেনি, তো আপনি কে!’”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/03/arun-jailtly-2025-08-03-23-23-17.jpg)
এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি এবং অরুণ জেটলির পরিবার। জেটলির ছেলে রোহন জেটলি বলেন, “রাহুল গান্ধীর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বাবা ২০১৯ সালে প্রয়াত হন, আর বিতর্কিত কৃষি আইন পাস হয় তার পরের বছর। তাহলে তিনি কীভাবে কৃষি আইন নিয়ে হুমকি দিতে পারেন?”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us