/anm-bengali/media/media_files/2025/11/18/arun-bharati-2025-11-18-21-34-16.png)
নিজস্ব সংবাদদাতা: বিহার রাজনীতিতে যখন উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানান জল্পনা তুঙ্গে, তখন এলজেপি (রামবিলাস) নেতা আরুন ভারতী নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। তাঁকে ডেপুটি সিএম করা হতে পারে— এমন গুঞ্জন ছড়ালেও ভারতী জানিয়ে দেন, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি এনডিএ–র শীর্ষ নেতৃত্বের। তাঁর কথায়, “উপ-মুখ্যমন্ত্রী কে হবেন, তা আমরা ঠিক করব না। সিনিয়র নেতারাই সিদ্ধান্ত নেবেন। তাঁদের ওপরই সবটাই ছেড়ে দেওয়া উচিত।” তাঁর এই বক্তব্যে রাজনৈতিক মহলে স্পষ্ট বার্তা গিয়েছে যে তিনি কোনও ক্ষমতার লড়াইয়ে আগ বাড়িয়ে নামতে চান না।
এদিকে, রবার্ট ভদ্রা বিহার নির্বাচন নিয়ে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া জানান আরুন ভারতী। কোনও রাখঢাক না রেখে তিনি বলেন, “রবার্ট ভদ্রা আগে গিয়ে ED–র নোটিশের জবাব দিন। ওর জন্য এটাই যথেষ্ট।” তাঁর এই কটাক্ষ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5hdeMMK7avGefHRQDVp3.jpg)
বিহারে এবার এনডিএ সরকার গঠনের আলোচনার মাঝেই নানা রকম সমীকরণ তৈরি হচ্ছে। উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা দাবিদাওয়া উঠলেও আরুন ভারতীর বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে LJP নেতৃত্ব পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করছে এবং জোটের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মানতে প্রস্তুত।
তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। অনেকেই মনে করছেন, এনডিএ–র অভ্যন্তরীণ সমঝোতা নিয়েই এমন কৌশলী ভাষা ব্যবহার করেছেন তিনি। বিহার রাজনীতির আসন্ন অঙ্ক কী দাঁড়াবে— এখন সেটিই দেখার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us