মণিপুরে ডুবছে একের পর এক শহর! সেনার ‘অপারেশন জলরহাট’ রক্ষা করল ৫০০ প্রাণ

মণিপুরে জলবন্দি অবস্থা থেকে ৫০০ জনের বেশি মানুষকে উদ্ধার করল সেনা।

author-image
Tamalika Chakraborty
New Update
assam flood

নিজস্ব সংবাদদাতা: মনিপুরে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ জলবন্দি পরিস্থিতিতে টানা দ্বিতীয় দিন চলল সেনা ও অসম রাইফেলসের 'অপারেশন জলরহাট-২'। ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলার বিভিন্ন জায়গা থেকে ৫০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে ছিলেন শিশু ও প্রবীণরাও।

Flood

জলমগ্ন এলাকা যেমন ওয়াংখেই, হেইনগাং, লামলং, খুরাই, জেএনআইএমএস ও আহাল্লুপ থেকে উদ্ধার করা হয় সাধারণ মানুষকে। সেনা ও আধাসেনা বাহিনীর তৎপরতায় অনেক মানুষ প্রাণে বাঁচল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।