/anm-bengali/media/media_files/2025/03/06/1umT8AWMfSD6dNXXXyqf.jpg)
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে রবিবার ভারতীয় সেনাবাহিনী ৪২টি অবিস্ফোরিত শেল নিষ্ক্রিয় করেছে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির লড়াইয়ের পর এই শেলগুলো সীমান্ত গ্রামগুলিতে পড়ে ছিল, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এই অভিযান চালানো হয় ঝুল্লাস, সালোতরি, ধারাতি ও সলানি গ্রামের আশেপাশে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও বোম নিষ্ক্রিয়করণ দল স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করে।
একজন সেনা আধিকারিক বলেন, "এটি সেনাবাহিনীর সক্রিয় পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতেই করা হয়েছে।" এই উদ্যোগে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে—এই অবিস্ফোরিত শেলগুলো যদি নিষ্ক্রিয় না করা হতো, তাহলে কী ভয়াবহ দুর্ঘটনা হতে পারত?