কলিঙ্গ ইনস্টিটিউটে ফের নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! বিদেশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেল চত্বরে ফের এক নেপালি ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেল চত্বর থেকে ফের এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে ওই দেহ দেখতে পান অন্যান্য ছাত্রী।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতার পরিবার ও নেপালের দূতাবাসকে খবর দেওয়া হয়েছে। দেহ পাঠানো হয়েছে ভুবনেশ্বরের এইমসে ময়নাতদন্তের জন্য। তদন্তে রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এই ঘটনার বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে একই বিশ্ববিদ্যালয়ের হস্টেল ঘর থেকে এক নেপালি ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। বিক্ষোভ দেখাতে শুরু করেন নেপালি পড়ুয়ারা।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

প্রায় এক হাজার নেপালি পড়ুয়া পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয়ে। ফেব্রুয়ারির ঘটনার সময় তাঁরা হস্টেল ও ক্যাম্পাসে মিছিল, বিক্ষোভ, এমনকি রাস্তা অবরোধও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এক ছাত্রকে আটক করে।

এছাড়াও কাঠমান্ডুতেও প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সেখানকার ভারতীয় দূতাবাসের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন একদল নেপালি ছাত্র। তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

এই নিয়ে একই বছরে দ্বিতীয়বার এমন মৃত্যুর ঘটনা ঘটায় নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন ফের উঠে আসছে। তদন্তে কী উঠে আসে, তা নিয়ে এখন তাকিয়ে সকলে।