/anm-bengali/media/media_files/2025/07/24/anl-ambani-2025-07-24-13-38-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের সঙ্গে জড়িত সংস্থাগুলির বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিং মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ৩৫টিরও বেশি অফিস, বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়েছে ইডি।
এই অভিযান চলছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-র ১৭ নম্বর ধারা অনুযায়ী। গোটা তদন্ত প্রক্রিয়ার সূচনা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর দুই এফআইআরের ভিত্তিতে — যার নম্বর RC2242022A0002 এবং RC2242022A0003।
মূল অভিযোগ, অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের অধীনস্থ RAAGA কোম্পানিগুলি সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা, ঘুষ লেনদেন ও ঋণের টাকা অন্যত্র সরানোর ষড়যন্ত্রে যুক্ত। এই সংস্থাগুলির মাধ্যমেই বহু কোটি টাকা ঘুরপথে পাচার হয়েছে বলে সন্দেহ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9v1l0ycROskSPh4QrRHm.jpg)
তদন্তে সহায়তা করেছে একাধিক কেন্দ্রীয় প্রতিষ্ঠান — ন্যাশনাল হাউজিং ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI), ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (NFRA) এবং ব্যাঙ্ক অফ বরোদা। এদের তরফে দেওয়া নানা তথ্য ও রিপোর্টই ইডির তদন্তে গতি আনে।
ফলে ফের অনিল আম্বানিকে কেন্দ্র করে মাথাচাড়া দিয়ে উঠেছে বহু পুরনো বিতর্ক ও বিতর্কিত আর্থিক লেনদেনের প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us