/anm-bengali/media/media_files/2025/09/09/nepal-protest-2025-09-09-19-57-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেপালে চলমান অশান্তির মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার রাজধানী দিল্লির এপি ভবনে একটি জরুরি সেল গঠন করেছে, যাতে নেপালে আটকে থাকা তেলুগু নাগরিকরা দ্রুত সাহায্য পেতে পারেন।
এই জরুরি সেলের নোডাল অফিসার হিসেবে সুরেশকে নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে নাগরিকরা তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নম্বরে: +91 9818395787।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/09/nepal-protest-a-2025-09-09-21-11-12.jpg)
অন্ধ্রপ্রদেশ ভবনের কমিশনার ড. অর্জা শ্রীকান্ত ইতিমধ্যেই নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, নেপালে আটকে থাকা তেলুগু নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস সর্বোচ্চ সহায়তা দেবে।
বর্তমানে কাঠমান্ডুর বাফাল এলাকায় প্রায় ৩০ জন তেলুগু নাগরিক আটকে আছেন, যাদের দায়িত্ব এখন ভারতীয় দূতাবাস নিয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us