সমুদ্র যেন পাগল হয়ে উঠেছে! অন্ধ্রের উপকূলে ঢেউয়ের তাণ্ডব—চার্চ পর্যন্ত ঢুকে পড়েছে জল

অন্ধ্রপ্রদেশে উপকূলে আছড়ে পড়ছে ঢেউ। ভেসে যাচ্ছে ঘর-বাড়ি। চার্চ পর্যন্ত ঢুকে পড়েছে জল।

author-image
Tamalika Chakraborty
New Update
andhra Pradesh

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার উপকূলবর্তী গ্রামগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশালাকার জলোচ্ছ্বাস একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপ্পাডা উপকূলে। এর ফলে সমুদ্রভাঙনের মাত্রা আরও বেড়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মায়াপাটনম গ্রামে পরিস্থিতি চরমে পৌঁছেছে। সেখানে সমুদ্র এতটাই ভেতরে ঢুকে এসেছে যে অনেক বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং সমুদ্রের জল পৌঁছে গেছে স্থানীয় চার্চ পর্যন্ত। গ্রামবাসীরা দিশেহারা—রাত্রিবেলা ঘুমানোর সময় প্রাণ হাতে করে ঘুমোতে হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে ঢেউ ভেঙে ঢুকে পড়তে পারে বাড়ির ভেতরে।

andhra barrage

উপ্পাডা ও সুর্যদাপেটা সহ অন্যান্য উপকূলবর্তী এলাকাতেও ভয়াবহ অবস্থা। ইতিমধ্যেই বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি—এখন আর সাময়িক সাহায্যে চলবে না, চাই স্থায়ী সমাধান।

প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, তাঁরা আর এই ভয় ও অনিশ্চয়তার মধ্যে থাকতে পারছেন না। সরকার ও জনপ্রতিনিধিদের কাছে তাঁদের আবেদন, অবিলম্বে যেন ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

সমুদ্রভাঙন এখন বছরের পর বছর ধরে চলা এক ক্রমাগত সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষ দ্রুত ও দীর্ঘমেয়াদী সমাধানের অপেক্ষায়।