/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধাকে আবর্জনার স্তূপের মধ্যে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধা তখন বাঁচার মতো অবস্থায়ও ছিলেন না—দুর্বল, অসহায়, আর ঠাণ্ডায় কাঁপছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বই কন্ট্রোল রুমে একটি টিপ-অফ আসে যে আরে কলোনির একটি নির্জন জায়গায় আবর্জনার স্তূপের মধ্যে একজন বৃদ্ধাকে ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন দেখা যায়, প্রায় ৬৫ থেকে ৭০ বছর বয়সী ওই নারী গোলাপি নাইটড্রেস পরে মাটিতে পড়ে আছেন। শরীর এতটাই দুর্বল ছিল যে নড়াচড়ার শক্তিও ছিল না তাঁর।
প্রত্যক্ষদর্শীদের মতে, এটা নিছক অবহেলা নয়, বরং মানবিকতার সম্পূর্ণ পরাজয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বৃদ্ধা ক্যানসার আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কে বা কারা তাঁকে এই অবস্থায় ফেলে গেছে, তা নিয়ে এখন তদন্ত শুরু হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/09/0pY7lbnbON7uLjPdQSik.jpg)
স্থানীয়দের অনেকে পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনা মুম্বইবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং সমাজে মানবিকতার প্রশ্ন উঠতে শুরু করেছে—একজন অসুস্থ বৃদ্ধাকে কি এভাবেই ফেলে রেখে যায়?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us