শ্রীনগরে যাচ্ছেন অমিত শাহ! হামলার পরে কী অবস্থা পহেলগাওয়ে, দেখুন ভিডিও

শ্রীনগরের উদ্দেশ্যে রহনা দিয়েছেন অমিত শাহ।

author-image
Tamalika Chakraborty
New Update
Amit shah


নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত দুই জন পর্যটকের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে থমথমে পহেলগাঁওয়ের পরিস্থিতি। শ্রীনগরে একটি উচ্চপর্যায়ে বৈঠক হবে। সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরের উদ্দেশে রহনা দিয়েছেন। বর্তমানে থমথমে পহেলগাঁওয়ের পরিস্থিতি। টহল চলছে সেনাবাহিনীর। 

bbrdmb98_image_160x120_22_April_25\