/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর সিদ্ধান্তে তোলপাড় বিশ্ব। ভারতের ওপর আমদানি শুল্ক হঠাৎ দ্বিগুণ করে দিয়েছেন তিনি। আগে যেখানে শুল্ক ছিল ২৫ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে। অর্থাৎ বিদ্যমান শুল্কের উপর আরও ২৫ শতাংশ যোগ করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার উপর পরোক্ষ চাপ সৃষ্টি করা। কারণ ভারত এখনো রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই ভারতকে শাস্তি দিয়ে রাশিয়াকেই সংকটে ফেলতে চাইছেন ট্রাম্প।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
লেভিট সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট বার্তা দিয়েছেন—এই যুদ্ধ দ্রুত শেষ করতে হবে। তিনি ভারতের উপর শুল্ক বসিয়েছেন, অন্য দেশগুলোকেও টার্গেট করছেন। এটি রাশিয়ার উপর সেকেন্ডারি চাপ তৈরি করার কৌশল।”
তিনি আরও জানান, ট্রাম্প অপেক্ষা করতে চান না। অনেক নেতা বলেছিলেন, বৈঠকের জন্য আরও এক মাস সময় দেওয়া হোক। কিন্তু ট্রাম্প সেসব প্রস্তাব হেসেই উড়িয়ে দিয়েছেন। তাঁর লক্ষ্য—যত দ্রুত সম্ভব যুদ্ধ থামানো।
এই কঠিন পদক্ষেপের মাত্র কয়েকদিন আগেই হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেই প্রথম ইঙ্গিত মিলেছিল—পুতিনকে নিয়ে হতে পারে ত্রিপক্ষীয় বৈঠক। আর এখন শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে আরও স্পষ্ট হলো, যুদ্ধ শেষ করতে ট্রাম্প ঝুঁকিপূর্ণ হলেও সরাসরি পথে হাঁটছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us