‘শেষ গাড়িটা হঠাৎই ছুটে এলো!’ — জম্মু-কাশ্মীরে অমরনাথ যাত্রার পথে রক্তাক্ত ভোর, ৪টি বাস চুরমার!

অমরনাথ যাত্রায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন পূণ্যার্থী আহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
amarnath yatra

নিজস্ব সংবাদদাতা: অমরনাথ যাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের রামবনে। পহেলগাঁওয়ে কনভয়ের শেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি যানবাহনে। ঘটনাটি ঘটে শনিবার চন্দেরকোট লঙ্গর সাইট এলাকায়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে অন্তত ৩৬ জন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তবে এখনো পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে।

amarnath.jpg

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রাপথে থাকা কনভয়ের অন্তত চারটি বাস। এই বাসগুলো তীর্থযাত্রীদের বহন করছিল। কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, চালকের গাফিলতি অথবা ব্রেক ফেল-ই এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে।

অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকেই প্রশাসনের তরফে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তবে শনিবারের এই ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিল গোটা ব্যবস্থার উপর।