/anm-bengali/media/media_files/PtIdjXccsmKhZID7u870.jpg)
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় রাঙ্গারেডির বন্দলাগুদা থানার সীমান্ত বরাবর এক মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নির্যাতিতা জানান, ৬ জানুয়ারি তাঁর সঙ্গে ভাইয়ের অশান্তি হয়। তাঁর ভাই তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপরেই তিনি একটি বাসে করে রাত সাড়ে ১০টা নাগাদ হায়দরাবাদে আসেন। একা তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে বাইকে করে আসা দুই যুবক তাঁকে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করেন। তিনি বলেন, থানায় যাচ্ছেন। এরপরেই তাঁরা নির্যাতিতাকে তুলে নিয়ে একটি গোডাউনে যান। সেখানে দুই অভিযুক্তরা দুই দিন ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন।
Telangana | A woman was forcefully abducted at Bandlaguda PS limits of Rangareddy. On 6th January, the victim had a fight with her brother and he beat her up due to which she boarded a bus at Suryapet and came to MGBS at Hyderabad at about 10.40 PM in the night. while she was…
— ANI (@ANI) January 7, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us