উত্তরপ্রদেশের ভোটের জালিয়াতি? অখিলেশ যাদবের সরাসরি আঘাত

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “উত্তরপ্রদেশে ৫ কোটি ভোট কেটে দেওয়া হচ্ছে। এই মেপিং অ্যাপটি কে বানিয়েছে? যে কোম্পানি বিজেপিকে নির্বাচনী বন্ড দিয়েছে, সেই কোম্পানিই অ্যাপটির পেছনে।”

author-image
Tamalika Chakraborty
New Update
akhilesh hjy1.jpg


নিজস্ব সংবাদদাতা:  উত্তরপ্রদেশে SIR-কে কেন্দ্র করে সমালোচনার ঝড় তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেছেন, “উত্তরপ্রদেশে ৫ কোটি ভোট কেটে দেওয়া হচ্ছে। এই মেপিং অ্যাপটি কে বানিয়েছে? এটা যেন বড় একটা স্ক্যাম। যে কোম্পানি বিজেপিকে নির্বাচনী বন্ড দিয়েছে, সেই একই কোম্পানিই এই মেপিং অ্যাপটির পেছনে রয়েছে।”

c

অখিলেশের এই মন্তব্যে রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তিনি নির্বাচনী জালিয়াতি ও ভোট কাটা নিয়ে কেন্দ্রের দিকে সরাসরি প্রশ্ন তুলেছেন।