অখিলেশের রাজনৈতিক আওয়াজ ‘মিউট’? মেটার সিদ্ধান্তে উত্তাল সোশ্যাল মিডিয়া

অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
akhilesh yadavfg2.jpg

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সন্ধ্যায় আচমকাই বন্ধ হয়ে যায় সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। প্রায় ৮ মিলিয়ন অনুসারীর এই ভেরিফায়েড পেজটি হঠাৎই সন্ধ্যে ৬টার দিকে অদৃশ্য হয়ে যায়। পার্টি সূত্রে জানা গেছে, কোনো ধরনের আগাম সতর্কবার্তা বা নোটিশ ছাড়াই পেজটি ডিঅ্যাক্টিভেট করা হয়।

সরকারি সূত্রের দাবি, ফেসবুক কিছু ‘অশালীন পোস্ট’ শেয়ার করার কারণে ওই পেজটি ব্লক করে। এই পেজে নিয়মিতভাবে অখিলেশ যাদবের বক্তব্য, সরকারের বিরুদ্ধে সমালোচনা এবং প্রচার সংক্রান্ত পোস্ট প্রকাশিত হয়।

ঘটনার পর সমাজবাদী পার্টির আইটি টিম তৎক্ষণাৎ মেটার অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে এবং ফেসবুক ইন্ডিয়া টিমকে সমস্যাটি জানায়। এর পর শনিবার সকালে পেজটি পুনরায় চালু হয়। সব পুরনো পোস্ট, ছবি ও ভিডিও আবার সক্রিয় হয়ে যায়।

তবে এখনো মেটা কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কেন পেজটি সাময়িকভাবে বন্ধ হয়েছিল। এদিকে সমাজবাদী পার্টির নেতারা ঘটনাটিকে সরাসরি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলেছেন।

 Akhilesh Yadav

ঘোসি লোকসভা আসনের এমপি রাজীব রাই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন — “দেশের সংসদে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ফেসবুক পেজ ব্লক করা শুধু নিন্দনীয় নয়, বরং ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় সরাসরি আঘাত। যদি এটা শাসক দলের নির্দেশে করা হয়ে থাকে, তাহলে সেটা কাপুরুষতার চিহ্ন। সমাজবাদীদের কণ্ঠ রোধ করার চেষ্টা একটা বিরাট ভুল।”

ঘটনাটি এখন রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিরোধীদের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক কণ্ঠ দমন করা ভারতের গণতন্ত্রকে দুর্বল করছে।

akhilesh yadav a