/anm-bengali/media/media_files/2025/12/07/lt-2025-12-07-21-42-12.png)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমাঞ্চল সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার জানিয়েছেন, ফতেহগড়ের সঙ্গে রাজপুতানা রেজিমেন্টের সম্পর্ক একেবারেই অবিচ্ছেদ্য। তিনি বলেন, ফতেহগড়ে প্রথম দুর্গ তৈরি হয়েছিল ১৭২০ সালে, ব্রিটিশরা আসার অনেক আগেই। প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় সৈন্যরা এই দুর্গ দখল করেছিলেন। পরে ১৯২১ সালে ফতেহগড়েই গড়ে ওঠে রাজপুত রেজিমেন্ট সেন্টার। গত ১০০ বছরে এই সেন্টার এবং ফতেহগড় একসঙ্গেই বেড়ে উঠেছে ও বিকশিত হয়েছে।
তিনি জানান, ভারতের প্রথম সেনাপ্রধান ফিল্ড মার্শাল কে এম করিয়াপ্পা এই রেজিমেন্টেরই সদস্য ছিলেন। কাটিয়ারের বক্তব্যে ফুটে ওঠে রেজিমেন্টের ইতিহাস, গৌরব এবং দেশের সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ বন্ধনের কথা।
#WATCH | Fatehgarh, Uttar Pradesh: Western Command Chief Lt Gen Manoj Kumar Katiyar says, "... The Rajputana Regiment has an inseparable bond with Fatehgarh. The first fort in Fatehgarh was built in 1720, before the British came here. In the first war of independence, Indian… pic.twitter.com/78qcTf3S7j
— ANI (@ANI) December 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us