অনেক বয়স হয়েছে, এখন অবসর নেওয়া উচিৎ! কটাক্ষ ভাইপোর

শরদ পাওয়ারকে তীব্র কটাক্ষ করেন অজিত পাওয়ার। তিনি নাম না করে শরদ পাওয়ারকে কটাক্ষ করে বলেন, অনেকে ৮০-এর দশক থেকে কাজ করছেন। এখন তাঁদের অবসর নেওয়ার কথা। কিন্তু ৮৪ বছর হয়ে গেলেও তিনি অবসর নিতে চান না।

New Update
power family.jpg

নিজস্ব সংবাদদাতা: শরদ পাওয়ার হবে তীব্র কটাক্ষ করেন ভাইপো অজিত পাওয়ারের।  অজিত পাওয়ার বলেন, "কিছু মানুষ রয়েছেন, যাঁরা ৮০-এর দশক থেকে কাজ করছেন। কিন্তু তাঁরা এখনও অবসর নিতে ইচ্ছুক নন। মহারাষ্ট্র সরকারের কর্মচারীরা ৫৮  বছর বয়সে অবসর গ্রহণ করেন। বেশিরভাগ মানুষ সাধারণত ৭৫ বছর বয়সে তাদের সক্রিয় পেশাগত জীবন বন্ধ করে দেন। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা ৮০ বছর বা ৮৪  বছর অতিক্রম করার পরেও অবসর নিতে প্রস্তুত নন।"  পাশাপাশি তিনি মন্তব্য করেন, "সেই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরাজিত করতে তিনটি দলের সঙ্গে হাত মিলিয়েছেন।"