লড়াই জারি! চাকরি ফিরে পেতে এবার উপেন বিশ্বাসের বাড়িতে চাকরিহারা শিক্ষকরা – কী বললেন স্যার? বিস্তারিত জানুন

চাকরিহারারা প্রাক্তন সিবিআই কর্তার বাড়ি যান। কী পরামর্শ দিলেন উপেন বিশ্বাস ?

author-image
Tamalika Chakraborty
New Update
teachers protest   1

নিজস্ব সংবাদদাতা: চাকরি হারানো শিক্ষকরা এবার সাহায্যের খোঁজে পৌঁছে গেলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে। রবিবার দুপুরে তাঁরা যান উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়িতে। তাঁদের আশা ছিল, স্যার হয়তো কোনও আইনি বা নৈতিক পরামর্শ দিতে পারবেন, যা ভবিষ্যতে কাজে আসবে।

এই শিক্ষকরা চাকরি হারানোর পর থেকে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন — কখনও রাজনৈতিক দলের অফিস, কখনও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে। কারণ, তাঁদের মূল লক্ষ্য একটাই — কীভাবে চাকরি ফেরত পাওয়া যায়, সেই পথ খুঁজে বের করা।

এদিকে রাজ্য সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বহু চাকরি হারানো শিক্ষকই এখন বলছেন, তাঁরা আর নতুন করে পরীক্ষায় বসতে চান না। তাঁদের বক্তব্য, যাঁদের দোষ নেই, তাঁদের কেন আবার পরীক্ষা দিতে হবে?

teachers protest  2

রবিবার উপেন বিশ্বাসের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক আলোচনায় বসেন শিক্ষকরা। আলোচনার পর চাকরি হারানো শিক্ষক সুমন বিশ্বাস বলেন, “আমরা এখন সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও আইনের ব্যাখ্যা জানা মানুষদের সঙ্গে কথা বলছি। আমরা সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে মামলা লড়েছি। আমরা চাই, ওএমআর শিট প্রকাশ হোক। তাহলেই বোঝা যাবে কোথায় দুর্নীতি হয়েছে। আর তখনই আমরা চাকরি ফেরতের জন্য আইনি লড়াইয়ে জোর দিতে পারব। আজ স্যারের (উপেন বিশ্বাসের) কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, আবার কিছু জিনিস অজানাও রইল। সব মিলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।”