/anm-bengali/media/media_files/2025/08/16/china-foreign-minister-2025-08-16-15-58-42.jpg)
নিজস্ব সংবাদদাতা: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ভারত সফরে আসছেন সীমান্ত সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-আঘাতের মাঝেই দুই দেশ ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/FJiv0cbGFQd0AHzz6I5o.jpg)
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের ২৪তম দফার বৈঠকে অংশ নেবেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এটি হবে চীনের পক্ষ থেকে ভারতের প্রতি প্রথম উচ্চপর্যায়ের সফর, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর। উল্লেখ্য, মে মাসের সংঘর্ষে পাকিস্তান চীনা অস্ত্র ব্যবহার করে ভারতকে নিশানা করেছিল। ভারত অভিযোগ করেছে, সেই সময় ইসলামাবাদকে গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করেছিল বেইজিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us