"১০০ জঙ্গি ছিন্নভিন্ন, পাকিস্তানের ১৩ ঘাঁটি ধ্বংস!" — ডোভালের বিস্ফোরক স্বীকারোক্তি, বিদেশি মিডিয়ার ভুয়ো প্রচার ফাঁস!

এবার অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অজিত ডোভাল।

author-image
Tamalika Chakraborty
New Update
Ajit Dovalq1.jpg

নিজস্ব সংবাদদাতা:  অপারেশন 'সিঁদুর'-এর ব্যাপারে বিদেশি সংবাদমাধ্যমের একাংশের রিপোর্টকে একহাত নিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—যারা ভারতের পাল্টা অভিযানের পর কোনও ভারতীয় ঘাঁটির ক্ষয়ক্ষতি দেখাতে পারেনি, সেই সব বিদেশি রিপোর্টই বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

অজিত ডোভাল বলেন, "ভারতের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে টার্গেট বেছে নিয়ে হামলা চালিয়েছে। এক ইঞ্চিও এদিক-ওদিক হয়নি। আমরা কোথাও ভুল করে আঘাত করিনি। যেখানেই আঘাত হেনেছি, সেটা জঙ্গি ঘাঁটি।"

গত ৭ মে, পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেনা চালায় এই চূড়ান্ত প্রতিশোধমূলক হামলা, যার নাম—অপারেশন সিঁদুর। এর আগেই ২২ এপ্রিল কাশ্মীরের পাহলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ নিরীহ সাধারণ মানুষ। সেই ঘটনার পাল্টা জবাবেই এই অভিযান চালানো হয়।

affect of operation sindoor

ভারতের গোপন সেনা অভিযানে পাকিস্তানের অন্তত ১৩টি এয়ার বেস ও জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই অভিযানে প্রাণ হারায় ১০০-র বেশি জঙ্গি, এমনই দাবি করেছে ভারতীয় নিরাপত্তা সূত্র। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের চিহ্ন এবং স্যাটেলাইট চিত্রে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে—যা নিয়ে পাকিস্তান সরকার এখনও কোনো স্পষ্ট মন্তব্য করেনি।

অজিত ডোভালের এই মন্তব্যে একদিকে যেমন ভারতীয় সেনার সফলতা ও সুনির্দিষ্ট আঘাতের কৌশল প্রশংসিত হয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে—বিদেশি সংবাদমাধ্যম ভারতের পক্ষের প্রমাণ কেন চেপে গেল?

ডোভাল বলেন, “বিদেশি সংবাদমাধ্যমের একাংশ সচেতনভাবে সত্য গোপন করছে। কিন্তু এই অপারেশনের প্রতিটি ধাপে ভারতের সেনা প্রমাণ করেছে—আমরা কাউকে অকারণে আঘাত করি না, কিন্তু প্রয়োজনে ঠিক জায়গায় আঘাত করি।”