টানেল দুর্ঘটনায় উদ্ধারকাজে দিল্লি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র

উত্তর কাশী টানেল দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য দিল্লি থেকে আধুনিক প্রযুক্তির যন্ত্র আনা হচ্ছে। এক্ষেত্রে উত্তরাখণ্ড প্রশাসনকে ভারতীয় বিমান বাহিনী সাহায্য করছে।

New Update
tunnel edit.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তর কাশীতে টানেল দুর্ঘটনায় উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।  উদ্ধারকাজের জন্য দিল্লি থেকে উন্নত  প্রযুক্তির যন্ত্র নিয়ে আসা হয়েছে। সেই যন্ত্রটির সাহায্যে আরও দ্রুত গতিতে উদ্ধারকাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। NHIDCL (National Highway & Infrastructure Development Corporation Limited) প্রধান অংশু মনীশ খালকো জানিয়েছেন, 'আমরা দিল্লি থেকে একটি অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছি এবং এটি যে কোনও সময় এখানকার বিমানবন্দরে অবতরণ করতে পারে। ভারতীয় বিমান বাহিনী আমাদের সাহায্য করছে। আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে আমরা মেশিনটি ইনস্টল করতে এবং উদ্ধার কাজ করতে সক্ষম হব আবার শুরু হবে।'