নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে বৃহস্পতিবার এক ভয়াবহ বিপর্যয় ঘটে। সদ্য উড়ান শুরু করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171, যা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু।
বিমানটি আহমেদাবাদের সরদার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৯ মিনিটে উড়ান শুরু করে। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 জানায়, বিমানটি উড়ান তোলার পর মাত্র ৬২৫ ফুট উচ্চতায় উঠে আচমকাই বিপর্যস্ত হয়। এত ভারী জ্বালানি ভর্তি দীর্ঘ পথের ফ্লাইটের ক্ষেত্রে এত কম উচ্চতায় দুর্ঘটনায় পড়া অত্যন্ত বিপজ্জনক।
চোখে পড়েছে এমন ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি স্থিতি হারিয়ে একদিক হেলে দ্রুত নিচে নামতে থাকে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে—চওড়া আগুনের গোলা ও ভয়ংকর শব্দে কেঁপে ওঠে চারপাশ।
পুরো শহরের আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। সঙ্গে সঙ্গেই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালান।
ডিজিসিএ (DGCA) জানিয়েছে, উড়ান চলাকালীনই ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার ‘মে-ডে’ সংকেত পাঠান, যা চূড়ান্ত বিপদের সংকেত। তবে এর পর আর কোনও যোগাযোগ পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তে নেমেছে ভারতীয় অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এবং বোয়িং-এর একটি বিশেষজ্ঞ দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us