“ককপিটকেই টয়লেট ভেবেছিলাম!” – বিমানের ভেতরে ঘটল অভাবনীয় কাণ্ড

ককপিটকে টয়লেট ভেবে ঢুকে পড়লেন বিমানের যাত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
Flight

নিজস্ব সংবাদদাতা:সোমবার সকালে বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিমানের এক যাত্রী হঠাৎ করে ককপিটের দরজার দিকে চলে যান। ধারণা করা হচ্ছে, তিনি আসলে শৌচাগার খুঁজতে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত ককপিটের দিকেই চলে যান।

ফ্লাইট নম্বর IX1086 বেঙ্গালুরু থেকে সকাল ৮টায় ছেড়ে বারাণসীতে সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে অবতরণ করে। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটি ঘটলেও বিমানের নিরাপত্তা বা যাত্রীদের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে বলেছে—“আমরা জানি যে আজকের বারাণসী ফ্লাইটে এক যাত্রী ককপিটের প্রবেশপথের দিকে চলে গিয়েছিলেন। তবে আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অটুট রয়েছে। অবতরণের পর ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

Flight

এই ঘটনা সামনে আসতেই অনেক যাত্রী অবাক হয়ে যান। বিমানে ককপিটের দরজা ভুল করে খোলা বা তার কাছে যাওয়াও অত্যন্ত সংবেদনশীল বলে ধরা হয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। চলতি বছরের জুন মাসে কোঝিকোড থেকে বাহরাইনের উদ্দেশ্যে উড়ে যাওয়া আরেকটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে ২৫ বছর বয়সী এক যুবক আচমকা দরজা খোলার চেষ্টা করেন। শুধু তাই নয়, তিনি কেবিন ক্রুদের উপর চড়াও হন। ফলে বিমানের জরুরি ভিত্তিতে মুম্বাইয়ে অবতরণ করতে হয়েছিল।

একই বছরের মধ্যে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটতে থাকায় যাত্রী ও নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন—যাত্রীদের সচেতনতা বাড়ানো কি এখন জরুরি নয়? বিমানযাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি বাড়ানো কি সময়ের দাবি নয়?