/anm-bengali/media/media_files/2025/10/03/chief-aieforce-2025-10-03-13-12-03.png)
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বায়ুসেনার প্রধান, এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং বৃহস্পতিবার ঘোষণা করলেন যে, ‘অপারেশন সিঁদুর’ ছিল এ বছরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। তাঁর মতে, এই অপারেশন প্রমাণ করেছে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থা এবং তিন বাহিনীর যৌথ পরিকল্পনার ক্ষমতা।
এয়ার ফোর্স ডে প্যারেডের (৮ অক্টোবর, হিন্ডন এয়ারবেস) আগে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি জানান, দীর্ঘ পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইলই ছিল এই অভিযানের গেমচেঞ্জার। তাঁর ভাষায়,
“আমরা শত্রুর ভূখণ্ডে ৩০০ কিলোমিটারেরও বেশি ভেতরে গিয়ে সফল টার্গেট ধ্বংস করেছি। আমাদের দৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।”
যদিও পাকিস্তানের কোন অস্ত্র বা ঘাঁটি ধ্বংস করা হয়েছে তা তিনি খোলসা করেননি। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এটি সম্ভব হয়েছে রাশিয়া থেকে কেনা আধুনিক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেই, যার পাল্লা ৩০০ কিমি’রও বেশি।
এয়ার চিফ মার্শাল আরও বলেন, “অপারেশন সিঁদুর ইতিহাসে লেখা থাকবে। আমরা নিখুঁতভাবে আঘাত করেছি, সামান্য ক্ষয়ক্ষতিতে শত্রুকে হাঁটু গেড়ে দিতে বাধ্য করেছি—মাত্র এক রাতের মধ্যেই।”
তিনি আরও দাবি করেন, ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার এত বড় ও বিধ্বংসী সামরিক অভিযান জনসমক্ষে স্বীকার করা হলো।
সেনাপ্রধান বিশেষভাবে কৃতিত্ব দেন সেনা, নৌ ও বায়ুসেনাকে। তাঁর কথায়, “অপারেশন সিঁদুরে আমরা প্রমাণ করেছি—আমরা অচুক, অভেদ্য এবং সঠিক।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us