এক চাকা ভর দিয়ে ভেসে থেকে উদ্ধার! রবি নদীর উপর দুঃসাহসিক মিশন চালাল বায়ুসেনা

পাঞ্জাবে বন্যা দুর্গতদের উদ্ধারে দুঃসাহসিক অভিযান চালাল ভারতীয় বায়ু সেনা।

author-image
Tamalika Chakraborty
New Update
iafrescue

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বায়ুসেনা রবিবার এক রোমাঞ্চকর উদ্ধার অভিযান চালাল পাঞ্জাবের মাধোপুরের কাছে রবি নদীর উপর। ভেঙে যাওয়া বাঁধের উপরে আটকে পড়েছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) সদস্যরা। তাঁদের উদ্ধারের দায়িত্ব নেয় ভারতীয় বায়ুসেনা।

এই মিশনে ব্যবহার করা হয় একটি Mi-17 1V হেলিকপ্টার। দুর্গম ভূখণ্ড আর নদীর উপর বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে অভিযান চালানো হয়। হেলিকপ্টারটি একেবারে নদীর ধারে ভেসে থেকে মাত্র এক চাকা মাটিতে রেখে উদ্ধারকাজ সম্পন্ন করে।

Flood

অভিযানের সময় বায়ুসেনার পাইলট এবং কর্মীরা সাহসিকতার সঙ্গে এনডিআরএফ কর্মী এবং এক গরুড় কমান্ডোকে তুলে আনেন। ঝুঁকিপূর্ণ জায়গায় প্রবেশ করানো এবং নিরাপদে ফিরিয়ে আনা— সবটাই নিখুঁতভাবে সম্পন্ন হয়।

বায়ুসেনা পরে এক্স-এ পোস্ট করে জানায়— “৩০ আগস্ট, মাধোপুরের কাছে রবি নদীর উপর আমাদের Mi-17 1V হেলিকপ্টার একটি দুঃসাহসিক মিশন সম্পন্ন করেছে। ভাঙা বাঁধের উপর আটকে পড়া এনডিআরএফ কর্মীদের উদ্ধারে অংশ নেয়। এক চাকার ভর দিয়ে ভেসে থেকে সফলভাবে এই অভিযান শেষ করা হয়েছে।”

এই ঘটনার পর বায়ুসেনার দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করছেন সকলে।