New Update
/anm-bengali/media/media_files/dM3nQMzvCFpRAoTFLlpn.jpg)
নিজস্ব সংবাদদাতা: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) দলের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পারমাণবিক হামলার হুমকির তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।
ওয়েইসি ক্ষোভ প্রকাশ করে বলেন, আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো, এই মন্তব্যটি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে—যা ভারতের কৌশলগত অংশীদার। তাঁর কথায়, মুনির এমনভাবে কথা বলেছেন যেন একজন ‘সড়কছাপ’ মানুষ কথা বলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/29/pakistan-army-chief-a-2025-06-29-21-43-33.jpg)
তিনি সতর্ক করে দেন যে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের গভীর রাষ্ট্রব্যবস্থা (ডিপ স্টেট) থেকে আসা হুমকির বিরুদ্ধে ভারতকে সবসময় সতর্ক থাকতে হবে। এজন্য তিনি সরকারকে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর আহ্বান জানান, যাতে দেশ সব সময় প্রস্তুত থাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us