New Update
নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর আবার সচল হল বিমানবন্দর। বৃহস্পতিবার দুপুরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171 টেক-অফের পরপরই ভেঙে পড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং বন্ধ করে দেওয়া হয় সমস্ত উড়ান পরিষেবা।
তবে রাতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আহমেদাবাদ বিমানবন্দর আবার চালু করা হয়েছে। বিমান ওঠা-নামা আবার শুরু হয়েছে।
এই দুর্ঘটনার পর উদ্ধারকাজে দীর্ঘ সময় লেগে যায়, ফলে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। তবে এখন সেখানে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us