নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে খুন্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। এই প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুধু খুন্তি নয় সারা ভারতে উন্নয়নের জোয়ার এসেছে। এটা একটা বড় কৃতিত্ব। খুন্তির খুব প্রত্যন্ত এলাকাতেও রাস্তাঘাট, শিক্ষা বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নমূলক কাজ হয়েছে। আপনারা সবাই জানেন, এই সরকার প্রতিটি কৃষকের কাছে পৌঁছেছে। আমরা সবসময় চেষ্টা করেছি যে কৃষকরা সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পান।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
কৃষক অসন্তোষ ক্রমেই বাড়ছে, তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য কৃষিমন্ত্রীর
ঝাড়খণ্ডের খুন্তি থেকে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা। তিনি বলেন, " এই সরকার প্রতিটি কৃষকের কাছে পৌঁছেছে। আমরা সবসময় চেষ্টা করেছি যে কৃষকরা সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পান।"
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে খুন্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। এই প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুধু খুন্তি নয় সারা ভারতে উন্নয়নের জোয়ার এসেছে। এটা একটা বড় কৃতিত্ব। খুন্তির খুব প্রত্যন্ত এলাকাতেও রাস্তাঘাট, শিক্ষা বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নমূলক কাজ হয়েছে। আপনারা সবাই জানেন, এই সরকার প্রতিটি কৃষকের কাছে পৌঁছেছে। আমরা সবসময় চেষ্টা করেছি যে কৃষকরা সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পান।"