এক সপ্তাহ আগে পর্যন্ত কারা চালিয়েছিলেন সেই ‘মৃত্যুবিমান’? তদন্তে টার্গেট পাইলট-ক্রু

এক সপ্তাহ আগে পর্যন্ত ওই বিমানের কাজ করা সমস্ত পাইলট ও ক্রুয়ের সঙ্গে কথা বলবে তদন্তকারী সংস্থা।

author-image
Tamalika Chakraborty
New Update
maheshtala clash

নিজস্ব সংবাদদাতা: গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় অন্তত ২৭০ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে অনেকেই ছিলেন বিমানের যাত্রী, পাইলট, কেবিন ক্রু এবং নীচে থাকা স্থানীয় বাসিন্দা। একটি মেডিকেল কলেজের হোস্টেল ভবনে আছড়ে পড়ে ওই বিমান।

শনিবার এয়ারলাইনের সূত্র মারফত খবর, দুর্ঘটনার তদন্তে যুক্ত বিভিন্ন এজেন্সি খুব শীঘ্রই সেই সব পাইলট ও কেবিন ক্রুদের সঙ্গে যোগাযোগ করবে, যারা দুর্ঘটনার এক সপ্তাহ আগে পর্যন্ত আহমেদাবাদ-লন্ডন রুটে ওই বিমানটি চালিয়েছিলেন বা পরিষেবা দিয়েছিলেন।

AHMEDABAD FLIGHT CLASH

এয়ার ইন্ডিয়া সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই এয়ারলাইনের কাছে প্রাসঙ্গিক কর্মীদের নাম ও বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। পাইলট ও কেবিন ক্রুদের কাছ থেকে ওই উড়ান সংক্রান্ত তাঁদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সমস্যা বা অন্য কোনও অস্বাভাবিকতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত চলছে সর্বোচ্চ স্তরে। সব মিলিয়ে, গোটা দেশজুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।