দেশ লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিজেপি! ক্রমেই বাড়ছে কৃষক আসন্তোষ ফের সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার কৃষকরা বিক্ষোভ দেখাতে দেখাতে সংসদের দিকে যাওয়ার চেষ্টা করেন। Tamalika Chakraborty 08 Feb 2024 21:30 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতা: দেশে ফের কৃষক আন্দোলনের সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা জড়ো হন নয়ডায়। সেখান থেকে তাঁরা সংসদের দিকে যাওয়ার চেষ্টা করেন। নয়ডার পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। INDIAN PARLIAMENT Noida National news farmer protest Noida Police Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন