ছেলের জন্মদিনে উপহার নিয়ে বচসা! স্ত্রী ও শাশুড়িকে খুন করল যুবক

ছেলের জন্মদিনে উপহার নিয়ে বচসার জেরে স্ত্রী ও শাশুড়িকে খুন করল যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123

নিজস্ব সংবাদদাতা: দিল্লির রোহিনী এলাকায় এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী এবং শাশুড়িকে হত্যার অভিযোগে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের শুরু হয়েছিল তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে পারিবারিক ঝগড়ার সময়।

পুলিশকে রবিবার বিকেল ৩:৫০ মিনিটে KNK মার্গ থানায় একটি ডাবল মর্ডারের খবর আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেখেন কুসুম সিনহা (৬৩) এবং তার মেয়ে প্রিয়া সেহগাল (৩৪)-এর মৃতদেহ একটি রুমের মধ্যে পড়ে আছে।

Police

মৃত কুসুমের ছেলে মেঘ সিনহা (৩০) পুলিশকে জানিয়েছেন, তার মা ২৮ আগস্টে নাতি চিরাগের জন্মদিনে প্রিয়ার বাড়ি গিয়েছিলেন। ওই সময় প্রিয়া এবং তার স্বামী যোগেশ সেহগালের মধ্যে পারিবারিক উপহারের কারণে ঝগড়া শুরু হয়।

ঝগড়া সমাধানে কুসুম সেখানে থাকেন। কিন্তু দুই দিন পর মেঘ তার মাকে ফোনে যোগাযোগ করতে না পারায় বাড়িতে যান। তিনি দেখেন ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ এবং দরজার কাছে রক্তের দাগ রয়েছে। এরপর পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং যোগেশ সেহগালকে গ্রেপ্তার করেছে।