ধর্মান্তরের অভিযোগে গ্রেফতার কেরালার দুই সন্ন্যাসিনী জামিনে মুক্ত! এনআইএ মামলায় নতুন মোড়

৯ দিন পর মুক্তি পেলেন কেরালার দুই সন্ন্যাসিনী। তাঁদের বিরুদ্ধে ধর্মান্তরের অভিযোগ নিয়ে আসা হয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
kerala nuns

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের একটি বিশেষ এনআইএ আদালত শনিবার কেরালার দুই সন্ন্যাসিনী ও আরও এক ব্যক্তিকে জামিন মঞ্জুর করেছে, যাদের নয় দিন আগে মানব পাচার ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এই মামলাটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা (NIA)-র অধীনে থাকা একটি সংবেদনশীল বিষয় হওয়ায় শুরু থেকেই তা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিলাসপুরের এনআইএ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক সিরাজউদ্দিন কুরেশির এজলাসে এই শুনানি অনুষ্ঠিত হয়। জামিন দেওয়া হলেও আদালত বেশ কয়েকটি কড়া শর্ত জুড়ে দেয়—যেমন অভিযুক্তদের পাসপোর্ট জমা দিতে হবে, প্রত্যেককে ৫০,০০০ টাকার বন্ড দিতে হবে, ও দুটি করে জামিনদার জমা দিতে হবে।

Nia

এই মামলার প্রধান অভিযুক্তরা হলেন কেরালার দুই সন্ন্যাসিনী, প্রীতি ম্যারি ও বন্দনা ফ্রান্সিস, এবং তৃতীয় ব্যক্তি সুকামান মণ্ডবী। ২৫ জুলাই, দুর্গ রেলস্টেশন থেকে রেলওয়ে পুলিশ তাদের গ্রেফতার করে, যার পেছনে একটি অভিযোগ দায়ের করেছিলেন বজরং দল-এর এক স্থানীয় নেতা।

সরকার পক্ষের আইনজীবী দাউরাম চন্দ্রবংশী জামিনের বিরোধিতা করে জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তদের মুক্তি দিলে তা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। যদিও আদালত সেই আপত্তিকে অগ্রাহ্য করে জামিন মঞ্জুর করেছে।

মামলাটি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কেউ একে ‘সাংগঠনিক ষড়যন্ত্র’ বলছেন, কেউ আবার আইন-শৃঙ্খলার প্রয়োজনীয় পদক্ষেপ বলে সমর্থন করছেন।