প্রাণ হাতে করে দুঃসাহসিক অভিযান ভারতীয় নৌবাহিনীর, কী বললেন প্রধানমন্ত্রী

দুই দিন আগে ভারতীয় নৌবাহিনী একটি দুঃসাহিক অভিযান চালায়। অপহৃত জাহাজকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। তার সঙ্গে সঙ্গে নিরাপদে ২১ জন জাহাজ কর্মীকে। সেই কথাই জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

New Update
narendra modi edited .jpg

নিজস্ব সংবাদদাতা: মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শকদের সর্বভারতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "দুই দিন আগে ভারতীয় নৌবাহিনী একটি খুব সাহসী অভিযান সম্পন্ন করেছে। প্রথমে একটা বাণিজ্যিক জাহাজ থেকে বার্তা আসে। সাহায্যের আবেদন চেয়ে সেই বার্তা আসে। আরব সাগর, ভারতীয় নৌবাহিনী এবং মেরিন কমান্ডাররা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে পড়েন। এই জাহাজে ২১ জন ছিলেন। যার মধ্যে ১৫ জন ভারতীয় ছিলেন। ভারতীয় নৌবাহিনী ভারতীয় উপকূল থেকে ২০০০ কিলোমিটার দূরে পৌঁছে তাদের সবাইকে উদ্ধার করেছে। একটি ভিডিওতে জাহাজের ভারতীয় ক্রুরা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিচ্ছিলেন, সেই ভিডিও নিশ্চয় আপনারা দেখেছেন।"