New Update
/anm-bengali/media/media_files/Z9tBAQTOyEJFQ5fHrXh8.webp)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর দীপাবলিতে আইএনএস বিক্রান্তে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উৎসব পালন করেন। এই ঘটনায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন, “সব জায়গায় রাজনীতি টেনে আনা ঠিক নয়। দীপাবলির মতো উৎসবের দিন এই মিলন ও উদযাপন কোনওভাবেই রাজনীতির হাতিয়ার হওয়া উচিত নয়।” তাঁর মতে, সাধারণ মানুষের ধর্মীয় ও জাতীয় আবেগ এইসব মুহূর্তে গুরুত্ব পাবে—রাজনীতি দিয়ে উৎসবের আবেগকে ছাপিয়ে যাওয়া চলে না।
তিনি বলেন, “উৎসবের দিনে দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর সম্মান একদিকে থাকুক, অন্যদিকে রাজনীতি বন্ধ থাকলেই ভালো।” এই মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মোদীর দীপাবলি উদযাপন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী শিবিরের দূরত্ব আরও স্পষ্ট।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us