যৌন হেনস্তার মামলায় অভিযোগকারিণীকে হেয়! গ্রেফতার সমাজকর্মী রাহুল ঈশ্বর

কেরালায় কংগ্রেস বিধায়কের যৌন হেনস্তা মামলার অভিযোগকারিণীকে অনলাইনে হেয় করার অভিযোগে গ্রেফতার সমাজকর্মী রাহুল ঈশ্বর। তদন্ত শুরু থিরুবনন্তপুরম সাইবার পুলিশের।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123

নিজস্ব সংবাদদাতা: যৌন হেনস্তার মামলার অভিযোগকারিণীকে নিয়ে অনলাইনে কুরুচিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে রবিবার গ্রেফতার করা হল সমাজকর্মী রাহুল ঈশ্বরকে। পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া কংগ্রেস বিধায়ক রাহুল মাখুট্টাথিল বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার মামলায় অভিযোগকারিণীর মানহানি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগকারিণী তিরুবনন্তপুরমের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানান যে, তাঁর ছবি ছড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে তাঁকে হেয় করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার মামলা রুজু করে তদন্ত শুরু করে সাইবার পুলিশ।

arrested a

পুলিশ জানায়, মামলার পর রাহুল ঈশ্বরকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে নোটিস পাঠানো হয়। রবিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে নোটিস ধরিয়ে দেয়। এরপর স্ত্রী ও এক পুলিশকর্মীর সঙ্গে তিনি তিরুবনন্তপুরমের  আর্মড রিজ়ার্ভ পুলিশ ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসাবাদে যোগ দেন। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে শোরগোল শুরু হয়েছে।