প্রেম নাকি প্রতারণা? ধর্ষণ মামলার চাপেই রেললাইনে ঝাঁপ দিলেন ইঞ্জিনিয়ার গৌরব

ভুয়ো ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যা যুবকের।

author-image
Tamalika Chakraborty
New Update
bilaspur suicide


নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিলাসপুরে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। ২৯ বছরের এক তরুণ ইঞ্জিনিয়ার, গৌরব সাভান্নি, আত্মহত্যা করলেন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে। ঘটনাটি ঘটে ২৭ সেপ্টেম্বর, উসালাপুর রেললাইনে।

পুলিশ জানিয়েছে, গৌরবের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা— “আমি প্রেমে প্রতারিত হয়েছি।” এই কয়েকটি কথাই বুঝিয়ে দিচ্ছে, কতটা ভেঙে পড়েছিলেন তিনি।

Suicide

তদন্তে উঠে এসেছে, গৌরব যখন নয়ডায় কাজ করতেন তখনই একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় দু’জনের মধ্যে। কিন্তু পরে সেই প্রেমিকার পক্ষ থেকেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের চাপ ও মানসিক যন্ত্রণাই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় বলে ধারণা পুলিশের।

গৌরবের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও বন্ধুরা। একদিকে প্রেম, অন্যদিকে প্রতারণার অভিযোগ—শেষমেশ ভেঙে পড়লেন তরুণ ইঞ্জিনিয়ার। এখন পুলিশ খতিয়ে দেখছে, ঠিক কী পরিস্থিতিতে তাঁর উপর এমন গুরুতর অভিযোগ আনা হয়েছিল।