/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
নিজস্ব সংবাদদাতা: গোরক্ষপুরের নীট পরীক্ষার্থী দীপক গুপ্তর হত্যার মূল অভিযুক্ত জুবায়ের, পরিচিত কালিয়া নামে, পুলিশি স্ট্রাইক-এ নিহত হয়েছে। শনিবার এই খবর নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জুবায়ের (২৬) গরু পাচারকারী ছিল এবং কোটওয়ালী থানার ঘের মরদান খানের বাসিন্দা। তার মাথায় ছিল ১ লাখ টাকার পুরস্কার।
ঘটনা ঘটেছে রামপুর জেলার গঞ্জ থানার চাকু চৌক থেকে মান্দি যাওয়ার পথে। শুক্রবার রাতের সময় পুলিশ অভিযুক্তকে আটক করার চেষ্টা করছিল। তবে জুবায়ের ও তার সঙ্গী মোটরসাইকেল চেপে পালানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশি জবাবে জুবায়ের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সাব-ইনস্পেক্টর রাহুল যাদোন ও কনস্টেবল সন্দীপ কুমার আহত হন।
এই হত্যার পর পুলিশি এড়ানে র্যাম্পুর ও গোরক্ষপুরের পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us