দীপক গুপ্ত হত্যার ঘটনায় পুলিশের জবাবি গুলিতে অভিযুক্ত নিহত, দু’পুলিশ সদস্য আহত

নিট পরীক্ষার্থী হত্যা মামলায় প্রধান অভিযুক্ত খতম পুলিশি এনকাউন্টারে।

author-image
Tamalika Chakraborty
New Update
gun

নিজস্ব সংবাদদাতা: গোরক্ষপুরের নীট পরীক্ষার্থী দীপক গুপ্তর হত্যার মূল অভিযুক্ত জুবায়ের, পরিচিত কালিয়া নামে, পুলিশি স্ট্রাইক-এ নিহত হয়েছে। শনিবার এই খবর নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জুবায়ের (২৬) গরু পাচারকারী ছিল এবং কোটওয়ালী থানার ঘের মরদান খানের বাসিন্দা। তার মাথায় ছিল ১ লাখ টাকার পুরস্কার।

ঘটনা ঘটেছে রামপুর জেলার গঞ্জ থানার চাকু চৌক থেকে মান্দি যাওয়ার পথে। শুক্রবার রাতের সময় পুলিশ অভিযুক্তকে আটক করার চেষ্টা করছিল। তবে জুবায়ের ও তার সঙ্গী মোটরসাইকেল চেপে পালানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

dead

পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশি জবাবে জুবায়ের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সাব-ইনস্পেক্টর রাহুল যাদোন ও কনস্টেবল সন্দীপ কুমার আহত হন।

এই হত্যার পর পুলিশি এড়ানে র‍্যাম্পুর ও গোরক্ষপুরের পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।