মোদীর ডাকে দিল্লি যাচ্ছেন অভিষেক! কী বার্তা নিয়ে মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী-তৃণমূল নেতা?

প্রধানমন্ত্রীর ডাকে নৈশভোজে অংশ নিতে আজ দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র


নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ডাকা এই বিশেষ নৈশভোজে শুধু অভিষেকই নন, উপস্থিত থাকবেন সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যরাও।

এই প্রতিনিধি দলগুলি সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ‘অপারেশন সিঁদুর’ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের ভূমিকা তুলে ধরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নৈশভোজের আগে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন।

Modi

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে এক ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। সেই ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা। বহু জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে যায় ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে। এরপরই আন্তর্জাতিক মহলে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান তুলে ধরতে গঠিত হয় সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল।

এই দলগুলির মধ্যে একটি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেকরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর করেন। মোট ২ সপ্তাহের এই সফরে তাঁরা পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রতি মদত দেওয়ার ভূমিকাও বিভিন্ন আন্তর্জাতিক মহলে তুলে ধরেন।