প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার সঙ্গে আপস করতে চাইছে আপ! গভীর ষড়যন্ত্র ফাঁস

বিজেপি অভিযোগ করেছে, প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার সঙ্গে আপস করতে চাইছে আপ।

author-image
Tamalika Chakraborty
New Update
amam

amam


নিজস্ব সংবাদদাতা: নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পারভেশ ভার্মা বলেছেন, "পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাঞ্জাবের সমস্ত মন্ত্রী ও বিধায়ক এখানে এসেছেন শুধুমাত্র নয়া দিল্লি নির্বাচনী এলাকার জন্য। পাঞ্জাবের নম্বরে  হাজার হাজার গাড়ি এখানে চলাচল করছে। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে, সেই সব লোকে কী করতে চলতে চলেছে বুঝতে পারছি না। আমারা কোনওভাবে নিরাপত্তার সঙ্গে আপোস করতে পারবো না? কলোনিটি ইন্ডিয়া গেটের কাছে হওয়ায় তারা ধরা পড়েছিল। তারা নিরাপত্তার সঙ্গে আপস করে কিছু  ষড়যন্ত্র করার পরিকল্পনা করেছিল।  তারা বলেছিল যে AAP তাদের সিসিটিভি লাগানোর জন্য পাঠিয়েছিল।  আমি নির্বাচন কমিশন এবং পুলিশে অভিযোগ দায়ের করেছি।"