New Update
নিজস্ব সংবাদদাতা: মনোনয়ন জমা দেওয়ার পরে বিজবাসন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৈলাশ গাহলট বলেছেন, "আমার পূর্ণ আস্থা আছে। আমি মনোনয়ন জমা দিয়েছি। মানুষ এবার পরিবর্তন চায়। এটাই পুরো দিল্লির কণ্ঠস্বর। এইবার বিজেপি সরকার গঠন করবে। লোকেরা ভাল করেই জানেন এবং তারা দেখতে পাচ্ছেন কোন দল কী কাজ করছে। জনগণের AAP থেকে অনেক প্রত্যাশা ছিল। তারা এখন বিচলিত। পানীয় জল, স্বাস্থ্য সুবিধা কিছুই মানুষ পাচ্ছেন না। মানুষের পরিবর্তন দরকার।"
#WATCH | Delhi | #DelhiElection2025 | After filing his nomination, BJP candidate from Bijwasan Assembly constituency Kailash Gahlot says, " I have full confidence...I have filed the nomination...people want change this time...this is the voice of the whole Delhi...this time BJP… pic.twitter.com/ikgStOyc1o
— ANI (@ANI) January 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us