শিশুর দেহ নদীতে, মা পুলিশের জালে! রহস্যময় মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য

তিন বছরের শিশুকে খুনের অভিযোগে মাকে গ্রেফতার করল পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
ernakulam sp

নিজস্ব সংবাদদাতা: সোমবার মায়ের সঙ্গে বেরিয়েছিল তিন বছরের শিশু। সোমবারই শিশুটি নিখোঁজ হয়। আজ তার মৃতদেহ চালাকুড়ি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পরই পুলিশ শিশুটির মা সন্ধ্যাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা বিকেল ৪টা নাগাদ আঙ্গনওয়াড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন।

 child death .jpg

কেরলের  এর্নাকুলাম রুরাল এসপি এম হেমালতা বলেন, “আমরা তদন্ত শুরু করেছি এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করছি। প্রয়োজনে আরও প্রমাণ সংগ্রহ করা হবে। তদন্ত সঠিক পথে এগোচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি এখনও নেওয়া বাকি।” এসপি জানান, “ শিশুটির মায়ের মেডিক্যাল পরীক্ষার পরে চিকিৎসকের মতামতের ভিত্তিতে প্রয়োজনে আরও মানসিক পরীক্ষা করা হবে।”