New Update
/anm-bengali/media/media_files/fjsafdsKXcOoufklZNkG.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশের বেকারত্ব বেড়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নজর ঘোরাতে চায়। বার বার বিরোধীদের তরফে এই অভিযোগ করা হয়েছে। কিন্তু সমীক্ষা অন্য কথা বলছে। সংবাদ সংস্থা এএনআই বিভিন্ন সরকারি সংস্থার তথ্যকে বিশ্লেষণ করে জানাচ্ছে, দেশে বেড়েছে কর্মসংস্থান। আগের থেকে বেকারত্বের হার অনেকটা কমেছে। পাশপাশি সমীক্ষায় জানানো হয়েছে মহিলা ও যুব সম্প্রদায়ের মধ্যে উপার্জনের হার অনেকটা বেড়েছে।
/anm-bengali/media/media_files/XIWVbMNiHJYmAa3tTW5z.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us