উত্তর কাশী টানেল দুর্ঘটনা, উদ্ধার অভিযানের মধ্যেই বিক্ষোভ শ্রমিকদের

উত্তর কাশীতে টানেল দুর্ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত হয়েছে। উদ্ধার অভিযানের মাঝে দুর্ঘটনাস্থলের বাইরে কর্মীরা বিক্ষোভ দেখান।

New Update
uttar kashi edit .jpg

নিজস্ব প্রতিনিধি:  উত্তর কাশীতে টানেল দুর্ঘটনাস্থলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শ্রমিকরা। উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার টানেল দুর্ঘটনাস্থল থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। এই উদ্ধার অভিযানের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। 

উত্তর কাশীতে টানেল দুর্ঘটনার বৃহস্পতিবার পঞ্চম দিন।  সকাল থেকেই নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। বুধবার উদ্ধার অভিযানের সময়ই কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে দিয়েই নতুন করে স্টিলের পাইপ প্রবেশের চেষ্টা করেন। কিন্তু নতুন করে ভূমিধসের জন্য তা সফল হয়নি। পাইপটি ভেঙে যায়। যার জেরে উদ্ধারকর্মীদের বেশ কিছুক্ষণ তাঁদের অভিযান বন্ধ রাখত হয়। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলেও তিনি মনে করছেন।