নিজস্ব সংবাদদাতা:রবিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর সরকারি মেডিক্যাল কলেজে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তৈরি হয় প্রায় হুড়োহুড়ির পরিস্থিতি। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে গ্যাস লিক ও আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে, যার ফলে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। রোগীদের আত্মীয়-স্বজনরা তড়িঘড়ি করে রোগীদের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, এই হুড়োহুড়ির মধ্যে অনেক রোগী আহত হন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে, জেলাশাসক ধর্মেন্দ্র প্রতাপ সিং জানান, ফুসফুসের রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যদিও প্রাথমিকভাবে সেই মৃত্যু এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলেই মনে হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
শাহজাহানপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড. রাজেশ কুমার বলেন, “বিকেল ৪.৩০ টা নাগাদ কয়েকজন নাক ও চোখে চুলকানি অনুভব করেন, যার ফলে জরুরি বিভাগে উপস্থিত মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি গন্ধটি ফর্মালিনের, কোনও গ্যাস লিক বা আগুনের ঘটনা ঘটেনি। জানলা ও দরজা খুলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে সব রোগীদের ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসা পুনরায় শুরু করা হয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us